
জল্পনার অবসান। এ বছর গোয়াতেই হবে আইএসএলের সমস্ত ম্যাচ। ফতোরদার নেহরু স্টেডিয়াম, ভাস্কো দা গামার তিলক নগর স্টেডিয়াম ও ব্যাম্বোলিমে জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলাগুলি হবে। করোনা পরিস্থিতিতে অংশগ্রহণকারী দলগুলির ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা থেকে শুরু করে ফুটবলপ্রেমীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এফএসডিএল। অনুশীলন-সহ সব কিছু হবে কোভিড প্রোটোকল মেনে। নভেম্বর থেকে শুরু এবারের আইএসএল। খেলাগুলি হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ১০টি দলের অনুশীলনের জন্য অন্তত ১০টি মাঠের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।


Leave a Reply