
অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহান প্রয়াত। বয়স হয়েছিল ৭৩ বছর। গত মাসে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসা চলছিল লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে। করোনা সংক্রমণে কিডনির ক্ষতি হয়েছিল, রক্তচাপের সমস্যাও দেখা দেয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গত ১৪ আগস্ট গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষরক্ষা হলো না। ভেন্টিলেশনে ছিলেন। মাল্টি অরগান ফেলিওরের কারণে রবিবার ১৬ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের হয়ে ৪০টি টেস্ট ও ৭টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন চেতন চৌহান। ক্রিকেটপ্রেমীরা তাঁকে মনে রাখবেন সুনীল গাভাসকারের ওপেনিং পার্টনার হিসেবে।

১৬টি অর্ধশতরান-সহ,চেতন চৌহান টেস্টে ২০৮৪ রান করেছেন, সর্বোচ্চ রান ৯৭। তিনিই প্রথম ক্রিকেটার যিনি শতরান ছাড়াই টেস্টে ২ হাজারের উপর রান করেছেন। ২টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। গাভাসকারের সঙ্গে জুটিতে ১২ বার শতরানের পার্টনারশিপ গড়ে ৩ হাজারের বেশি রান করেছেন। দিল্লি ও মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া টুর্নামেন্টে তাঁর রেকর্ড চমকপ্রদ। উত্তরপ্রদেশের আমরোহা থেকে নয়ের দশকে দু’বার সাংসদ নির্বাচিত হন। ১৯৮১ সালে অর্জুন পুরস্কার পান। চেতন চৌহান হলেন উত্তরপ্রদেশের দ্বিতীয় মন্ত্রী যিনি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। তাঁর প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রাজনীতিতে পা রেখেও জনপ্রিয় ছিলেন। তিনি মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি উত্তরপ্রদেশে বিজেপিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
Leave a Reply