
ব্রিজের রেলিংয়ে নীল-সাদা রং দেখে একে বাংলার বলে চালিয়ে দিতেই পারে বিজেপির ফেক নিউজ ফ্যাক্টরির আইটি সেল! তবে জেনে রাখুন, ঘটনাস্থল বিহারের গোপালগঞ্জ। গণ্ডক নদীর উপর এই সত্তরঘাট ব্রিজ উদ্বোধনের ২৯ দিনের মাথাতেই ভেঙে পড়ল। ২৬৩.৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর ঢাক-ঢোল পিটিয়ে উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, গত ১৬ জুন।

বৃষ্টি আর জলস্ফীতি হতেই সেই সেতুর একাংশ ভেঙে পড়েছে। বিরোধীরা বলছে, গুড গভর্ন্যান্সের কথা বলা সরকারের বিপুল দুর্নীতির একটা ছোট উদাহরণ এই সেতুর ভেঙে পড়া। ইঁদুরের ঘাড়ে দায় চাপানোর অবশ্য মরিয়া চেষ্টা করতেই পারে সরকার! বিজেপির বন্ধু সরকার, তাই আইটি সেলও সক্রিয় হতেই পারে ভোটের আগে নীতীশের মুখরক্ষা করতে।
Leave a Reply